বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকা উপজেলায়  মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ  পুরষ্কার , ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন "পজেটিভ বাংলাদেশ" এর সহযোগিতায় বুধবার সকালে উপজেলার গড় ধর্মপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  সহকারী শিক্ষা অফিসার একেএম আনোয়ারুল কবিরে সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় ৫টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১০৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা উপকরণ এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের এককালীন নগদ অর্থ ও ক্রেষ্ট করা হয়।  এসময় উপস্থিত ছিলেন জেলা পিটিআই ইন্সট্রাক্টর জগদীশ চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অর্চনা রানী মন্ডল, গড় ধর্মপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, শিক্ষক বিকাশ চন্দ্র রায়, মফিদুল ইসলাম, পজেটিভ বাংলাদেশ এর জেলা প্রতিনিধি শাহনুর ইসলাম শাকিল প্রমূখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পজেটিভ বাংলাদেশ এর জেলা প্রতিনিধি অহেদুজ্জামান চৌধুরী বাবু।

Post a Comment

0 Comments