মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের "শিখন অগ্রগতি যাচাই ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান, দিলীপ কুমার সরকার, আব্দুল মান্নান, নিলুফা ইয়াসমিন, হাবিবুর রহমান, আনোয়ারুল কবীর রতন ও হারন-অর-রশীদ প্রমূখ। সভায় শিক্ষার্থীদের ফি ছাড়া পরীক্ষা গ্রহণ, গ্রুপ ভিত্তিক পড়াশোনা ও মৌখিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় ইউএনও প্রতিষ্ঠান গুলোতে শতভাগ পাঠদান নিশ্চিত করতে কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের আহবান জানান। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সভায কর্মকর্তা ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
0 Comments