মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা প্রতিরোধে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা শিক্ষা অফিসে ২৭ জন প্রধান শিক্ষকদের হাতে সুরক্ষা উপকরণ তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন ও হাবিবুর রহমান। এসময় শিক্ষা অফিসার বলেন, কোমলমতি শিশুদের করোনা থেকে রক্ষা করতে বর্তমান সরকার স্কুলে স্কুলে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় জলঢাকা উপজেলায় মোট ১৯৭ টি স্কুলে এসব উপকরণ বিতরণ করা হবে। উপজেলা শিক্ষা অফিসের উদ্দোগে প্রথম পর্যায়ে ২৭টি স্কুলে বিতরণ করা হয়।
0 Comments