মঈন উদ্দিন শিরিন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ'নারীর অধিকার ও অন্তভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক’ (যুক্ত) প্রকল্পের অধিনে নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ হাট মডেল উচ্চবিদ্যালয় হলরুমে ২৪ শে আগষ্ট ২০২২ ইং সকালে নাগরিক সমাজ সংগঠন / সি. এস. এর উদ্যোগে ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সি.এস এর বিভিন্ন সংগঠন থেকে সদস্যবৃন্দ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুধী সমাজ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে প্রধান সমন্বয় হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড ফেসিলেটেটর মানব কল্যাণ পরিষদ (যুক্ত) প্রকল্পের নিহার রঞ্জন ভট্টাচার্য, গৌরব কুমার দাস, রানী বেগম প্রমূখ। অনুষ্ঠানে নিহার রঞ্জন ভট্টাচার্য সি.এস এর সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান আয়োজনে মানব কল্যান পরিষদ এম.কে. পি। প্রকল্প সহযোগীতায় ঃ (নেটজ বাংলাদেশ)।
0 Comments