মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মাসব্যাপী অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বেল্ট ও সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান অংশগ্রহণ কারী ২৫ জন বালিকার হাতে বেল্ট ও সনদ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নিউট্রিশন স্পেশালিষ্ট আরজিনা জোহরা, জানো প্রকল্পের খুরশিদা রহমান ও ডালিম কুমার প্রমুখ। এসময় ইউএনও বলেন, মেয়েরা এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের আত্মরক্ষা করতে পারবে। এছাড়াও তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের বর্তমান ও আগামীর জীবন নিরাপদ করে তুলবে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এরকম প্রশিক্ষণ আয়োজনের জন্য প্রকল্প সংশ্লিষ্ঠ সকলের প্রতি আহবান জানান তিনি। ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশন এর -অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারগরি সহায়তায় ইএসডিও এর বাস্তবায়নে জানো প্রকল্প এই প্রশিক্ষণের আয়োজন করে।
0 Comments