বিজ্ঞাপন দিন

জলঢাকায় আন্তর্জাতিক যুব দিবস পালিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ  আন্ত:প্রজন্ম সংহতি: সকলের জন্য বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায়আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।আজ শুক্রবার সকালে সিএলসি সেন্টারে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে দিনব্যাপী আলোচনা সভা, গাছের চারা বিতরণ, প্লাকার্ড প্রদর্শণ ও পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,  ইউ এস এস এর উপজেলা সমন্বয় ব্যাবস্থাপক মো জমিল, মনিটরিং অফিসার জিয়া , টেকনিক্যাল অফিসার আব্দুল রহিম, ইয়ুথ লার্নিং সেন্টারের মানেজার রিপন,আসমানী যুব নারী ফাউন্ডেশনের সভাপতি শিরিন আক্তার, এনামুল, ফাতিমা রুমা,রায়হান ও সুমন প্রমৃখ। এসময় বক্তারা বলেন, যে কোন দেশের যুব সমাজ সেই দেশের বড় শক্তি। যুব সমাজই একটি দেশের অর্থসামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। তাই যুবসমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। তবেই এগিয়ে যাবে দেশ।

 আসমানী যুব নারী ফাউন্ডেশনের সহযোগিতায়  ইয়ুথ লার্নিং সেন্টারের আয়োজনে কর্মসুচিতে বিপুল সংখ্যক যুবসমাজের প্রতিনিধি অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments