বিজ্ঞাপন দিন

জলঢাকার কৈমারী ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে বাৎসরিক হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকা উপজেলার ১১নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদের শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করতে নানান উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পরিষদের রাজস্ব আয় বাড়ানোর জন্য শুরু হয়েছে বাৎসরিক ২০০ টাকা করে হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় কৈমারী ইউনিয়ন। এখানের জনসংখ্যা প্রায় ৬০ থেকে ৭০ হাজারেরও বেশি। ইউনিয়নবাসির সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের কর নির্ধারণ ও আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতমাস থেকে গ্রাম পুলিশের মাধ্যমে শুরু করা হয়েছে বাড়িবাড়ি গিয়ে এ বাৎসরিক হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম। কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক জানিয়েছেন, রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে ইউনিয়ন পরিষদকে স্বাবলম্বী করে সেবার মান উন্নয়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সহ তাদের কিছু সমর্থকদের রোষানলে পড়তে হচ্ছে। তবে এখন রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে নানা কৌশল অবলম্বনের কারণে নাগরিকরা তাদের বাৎসরিক হোল্ডিং ট্যাক্স প্রদান এর আওতায় আসছেন।

Post a Comment

0 Comments