বিজ্ঞাপন দিন

জলঢাকায় টেংগনমারী ডিগ্রী কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় টেংগনমারী ডিগ্রী কলেজের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী ডিগ্রী কলেজ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাহববুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেংগনমারী ডিগ্রী কলেজের সভাপতি ও শিক্ষানুরাগী শাহ্ মোঃ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল রেজাউল আকতার রুবেল ও সদর যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এসময় সভাপতি বলেন, একটি জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষিত ও দক্ষ জনশক্তি। এজন্য তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের উপর গুরুত্ব দেন। এছাড়াও তিনি কলেজের উন্নয়নে শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। টেংগনমারী ডিগ্রী কলেজের আয়োজনে মতবিনিময় সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক গন উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments