মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় উপজেলা
সামাজিক - সম্প্রীতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে (৩০ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সভাপতি সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৈয়ব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য অবিনাশ রায় প্রমুখ। এসময় ইউএনও জানান, সামাজিক- সম্প্রীতি রক্ষা ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, সব ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সহ ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করতে কাজ করবে এই কমিটি। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায উপজেলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
0 Comments