মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক প্রীতি ফুটবল
খেলায় জলঢাকা উপজেলা প্রশাসন বিজয়ী হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা
শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের খেলায় তারা ২--১ গোলে স্বাগতিক কিশোরগঞ্জ উপজেলা
প্রশাসনকে পরাজিত করে। খেলা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর,
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম উভয় দলের
খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা
আ'লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, জলঢাকা উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক ও
উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি সহীদ হোসেন রুবেল, জলঢাকা ভাইসচেয়ারম্যান গোলাম
পাশা এলিচ ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানহোসেন সহিদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু
প্রমুখ। কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন এই খেলার আয়োজন করে।
0 Comments