বিজ্ঞাপন দিন

প্রীতি ফুটবল খেলায় জলঢাকা উপজেলা প্রশাসন বিজয়ী

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক প্রীতি ফুটবল খেলায় জলঢাকা উপজেলা প্রশাসন বিজয়ী হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের খেলায় তারা ২--১ গোলে স্বাগতিক কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনকে পরাজিত করে। খেলা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা আ'লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, জলঢাকা উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি সহীদ হোসেন রুবেল, জলঢাকা ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানহোসেন সহিদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু প্রমুখ। কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন এই খেলার আয়োজন করে।

Post a Comment

0 Comments