ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি রুকুনুজ্জামান সরকার লেমন ও সাধারণ সম্পাদক জুয়েল সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে জলঢাকা উপজেলা মৎস্যজীবী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ৪০ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে কুলো চন্দ্র রায়কে আহবায়ক ও এনায়েত হোসেন মুরাদকে সদস্য সচিব করা হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্যজীবী লীগের অফিস কার্যালয়ে নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমান,উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,গোবিন্দ্র রায় রাখাল ও শামীম হোসেনসহ পৌর আ’লীগের নেতৃবৃন্দ। আগামী ৯০ দিনের মধ্যে পৌর ও ইউনিয়ন কমিটি গঠন করে উপজেলা মৎস্যজীবী লীগের সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।
0 Comments