বিজ্ঞাপন দিন

কৈমারীতে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর ও বৃক্ষরোপণ সহ সিসি ক্যামেরার উদ্বোধন

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারীতে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন ও পরিষদের ছাদের উপর বৃক্ষরোপণ কর্মসূচী সহ হাটবাজার নজরদারিতে রাখতে এবং চুরি ছিনতাইকারীদের সনাক্ত করা লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর ২০২২) দুপুরে উপজেলার ১১নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসব কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান নয়ন। এসময় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা হাটবাজারে যেকোনো ধরণের অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করতে সিসি ক্যামরার আওতাভুক্ত করা হয় এবং ইউনিয়নবাসির দীর্ঘদিনের দাবি ছিলো শহীদের স্বরণের জন্য একটি শহীদ মিনার তা আজ বাস্তবায়নে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবির রতন, থানা ওসি তদন্ত আব্দুর রহিম, ইউনিয়ন সচিব রশিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রশিদুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন, জোনাব আলী জনি, ঝড়িয়া চন্দ্র রায়, মহসিন আলী বিএ, জবেদুল ইসলাম, হাফিজুল ইসলাম, প্রমথ চন্দ্র রায়, সংরক্ষিত মাহিলা সদস্য পেয়ারী বেগম, মায়া রানী ও ইউএসএস জলঢাকার এর কমিউনিটি ফ্যাসিলিটেটর আজপিয়া আক্তার প্রমুখ। পরে ইউনিয়নটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচুনিচু বেঞ্চ, বাচ্ছাদের টিফিন বক্স এবং খেলার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোতে রাজনৈতিক ও জনপ্রতিনিধি সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments