বিজ্ঞাপন দিন

জলঢাকায় অভিভাবক সমাবেশ ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠিত



জাহিনুর ইসলাম জীবন স্টাফ রির্পোটার নীলফামারী জেলাঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে এবং মায়ের রান্না করা খাবার দুপুরে বিদ্যালয়ে খেতে উদ্বুদ্ধকরণের মাধ্যমে মিড ডে মিল চালুর লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে পৌরসভার বগুলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্ব আলোচনাসভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল কবীর। বিশেষ অথিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনারুল কবীর রতন, প্রতিষ্ঠান সভাপতি মনিবুর রহমান চৌধুরী, প্রধান শিক্ষক রেহেনা পারভীন ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ। এ প্রতিষ্ঠানে সমাবেশ শেষে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন অথিতিবৃন্দ। অপরদিকে খুটামারা ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র পরিদর্শন ও পরিষদ মাঠে (তালগাছ) বৃক্ষরোপণ করেন। এ সময় অতিথি বৃন্দ সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রকিবুল ইসলাম, সচিব গোলজার হোসেন সহ সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। বিকাল ৩টায় বালাগ্রাম মন্তেরডাঙ্গায় অবস্থিত বালাগ্রাম সাউথ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রধান শিক্ষক শাহ মুহম্মদ  আফজালুর রহমান (আরিফ) সহকারী শিক্ষক সহ আরও অনেকে। এ সময়  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বাড়িতে মায়েরা আপনারা যদি সন্তানদের বিদ্যালয়ের পাঠদান সম্পর্কে খোঁজ খবর নেন তাহলে এই শিশুরাই একদিন ডিসি এসপি হবে। এজন্য তিনি মায়েদের শিশুদের প্রতি যত্নবান হওয়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও পৌরসভার উদ্দোগে সকল শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয় ।




Post a Comment

0 Comments