বিজ্ঞাপন দিন

জেলাবাসিকে উন্নয়ন উপহার ত্বরান্বিত করার লক্ষ্যে মতবিনিময় সভা



জাহিনুর ইসলাম জীবন স্টাফ রির্পোটার নীলফামারী জেলাঃনীলফামারী জেলাবাসিকে উন্নয়ন উপহার ও ত্বরান্বিত করার লক্ষ্যে- জলঢাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জলঢাকা মডেল সরকারী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের আয়োজনে মতবিনিময় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী -২ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এ্যাডভোকেট মমতাজুল হক। এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, জলঢাকা থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক,  গোলনা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মশিয়ার রহমান, বালাগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আহম্মেদ হোসেন ভেন্ডার, খুটামারা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রকিবুল ইসলাম , শিমূলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক, মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক , ধর্মপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের, গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান জামান, কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদিকুল সিদ্দিকী সাদেক, ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, কাঠাঁলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ সোহরাব হোসেন তুহিন, জেলা পরিষদ সদস্য প্রার্থী জলঢাকা ৩ এর সেলিম রেজা সেলিম । অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন জেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান প্রার্থী মমতাজুল হককে ১ টি করে ভোট দেওয়ার জন্য আহবান জানান । জলঢাকা পৌর সভার সংরক্ষিত মহিলা সদস্য, কাউন্সিলর ও ১১টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য, ইউপি সদস্য, আপামর জনতাসহ  গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Post a Comment

0 Comments