মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার মাইজালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল পোষাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে বিদ্যালয় হলরুমে এসব শিক্ষার্থীর হাতে পোষাক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন, প্রধান শিক্ষক মাহমুদুল হক, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল কাফি, ফুলবানু কেমি, জাকিয়া সুলতানা ও নাজিফা তাবাসসুম। এসময় তিনি বলেন, বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ে উন্নত অবকাঠামো উন্নয়ন করে সবার জন্য শিক্ষা নিশ্চিত করেছে। এজন্য তিনি কোমলমতি শিশুদের আনন্দমুখর পরিবেশে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। মাইজালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব পোষাক সরবরাহ করে।##
0 Comments