মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় (ব্র্যাক) রানারআপ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান, হাবিবুর রহমান, হারুন-অর-রশীদ, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, ফিরোজ হোসেন ও বিশ্বজিৎ কুমার বিশ্বাস প্রমুখ। "অবাধ তথ্যপ্রাপ্তি সুশাসনের প্রধান শর্ত" বিতর্কের এই বিষয়টি নিয়ে প্রতিদ্বন্দী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তুমুল বিতর্ক উপস্থিত সকলকে মুগ্ধ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ স্কুলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।###
0 Comments