বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে বিদ্যালয় চত্বরে ২ শত জন শিক্ষার্থীর হাতে খাতা ও কলম তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, প্রধান শিক্ষক গীতারানী, সহকারী শিক্ষক নারায়ণ চক্রবর্তী, রেজওয়ানা ও সুষমা রানী প্রমুখ। পরে তিনি গোলনা ইউনিয়নের পশ্চিম গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শত শিক্ষার্থীর মাঝে খাতা ও কলম বিতরন করেন। ইউএনও মাহবুব হাসান বলেন, বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ে উন্নত অবকাঠামো উন্নয়ন করে সবার জন্য শিক্ষা নিশ্চিত করেছে। এজন্য তিনি কোমলমতি শিশুদের আনন্দমুখর পরিবেশে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। গোলনা ইউনিয়ন পরিষদ এসব উপকরণ সরবরাহ করে।

Post a Comment

0 Comments