বিজ্ঞাপন দিন

জলঢাকা রাবেয়া চৌধুরীমহিলা কলেজের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছে রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ। এ উপলক্ষে বুধবার (২৮সেপ্টেম্বর)  সকালে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা।জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ বিবেকানন্দ মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জন্মদিনের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক ধনেশ্বর রায়, মকছুদার রহমান, ধনঞ্জয় কুমার রায়, মিনাবুর রহমান ও শাহনাজ আখতার কথা প্রমুখ।আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়। এসময় কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments