আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছে রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ। এ উপলক্ষে বুধবার (২৮সেপ্টেম্বর) সকালে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা।জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ বিবেকানন্দ মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জন্মদিনের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক ধনেশ্বর রায়, মকছুদার রহমান, ধনঞ্জয় কুমার রায়, মিনাবুর রহমান ও শাহনাজ আখতার কথা প্রমুখ।আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়। এসময় কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
0 Comments