মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় কাব স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌরসভার অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান, আনোয়ারুল কবীর রতন, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, উপজেলা স্কাউটস কমিশনার বঙ্কিম চন্দ্র রায়, প্রধান শিক্ষক রেহেনা পারভিন, সিরাজুল ইসলাম, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম প্রমুখ। এসময় তিনি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন করে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের বিকল্প নাই। এজন্য তিনি শিক্ষকদের উপজেলার সকল স্কুলে কাব স্কাউট দল গঠন করার আহবান জানান। উপজেলা স্কাউটস এর আয়োজনে অনুষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিট লিডার ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
0 Comments