বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ে ফুলের চারা রোপন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় স্কুল প্রাঙ্গনের সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে ফুলের চারা রোপন করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার দক্ষিণ চেরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফুলের চারা রোপন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম ও প্রধান শিক্ষক মোকছেতুন্নাহার ময়না সহ সহকারী শিক্ষক বৃন্দ। এসময় ইউএনও মাহবুব হাসান বলেন, শিশুদের স্কুলমুখী করতে বিদ্যালয়ের উন্নত পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য তিনি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির উপর জোড় দিয়েছেন। এছাড়াও দক্ষিণ চেরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেনীকক্ষ না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে প্রধান শিক্ষকের উদ্দোগে একটি কক্ষ নির্মান করা হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে পড়ালেখা করার সুযোগ পেয়েছে। পরে তিনি বিদ্যালয় চত্বরে একাডেমিক ভবন নির্মানের স্থান পরিদর্শন করেন।

Post a Comment

0 Comments