বিজ্ঞাপন দিন

জলঢাকায় শেখ রাসেলের জন্মদিন পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, অফিসার ইনচার্জ ফিরোজ কবির, প্রানী সম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ। সভায় দিবসটি পালনে আনন্দ শোভাযাত্রা, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগীতা, শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সর্বস্তরের প্রতিনিধি অংশগ্রহণ করে।###  

Post a Comment

0 Comments