বিজ্ঞাপন দিন

জলঢাকায় জমে উঠেছে জেলা পরিষদের সদস্য পদের নির্বাচন

রাশেদুজ্জামান সুমন জলঢাকা নীলফামারী প্রতিনিধি; নীলফামারী জলঢাকায় আসন্ন ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে তিন ওয়ার্ডে জমে উঠেছে ভোট যুদ্ধ । প্রাথীরা ভোট প্রার্থনায় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুড়ছে। ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে ১৫৯ টি ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে ছয়জন সদস্য প্রাথী। ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নিজের প্রতি আর্কষণ করার চেষ্টা করছে। চেয়ারম্যান পদে বতর্মান জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন (মোটরসাইকেল)ও জেলা আ,লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক (আনারস) প্রতিক নিয়ে লড়াই করছে। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদ গুলো পোষ্টার, ফেস্টুনে ভরে গেছে। অন্য দিকে ৩নং ওয়ার্ডে ছয়জন সাধারণ সদস্য প্রাথীর মধ্যে মুলত বর্তমান সদস্য মোশারফ হোসেন (উট পাখি )ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের জামাতা সেলিম রেজা (টিউবয়েল) প্রতিকের লড়াই হবে। এছারাও লালবাবু (তালা) নব কুমার (হাতি) পারবানন্দ রায় (ফ‍্যান), মমিনুল ইসলাম মন্জু (অটোরিস্কা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিমলা, ডোমার ও জলঢাকা উপজেলায় এই তিন ওয়ার্ডে পাঁচজন মহিলা সদস্য ভোট যুদ্ধে নেমেছে। এদের মধ্যে জলঢাকা উপজেলায় লায়লা বেগম একাই (টেবিল ঘড়ি ) প্রতিক নিয়ে সুবিধা জনক অবস্থানে রয়েছেন। এই প্রথম এ উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ নিয়ে ভোটারদের মাঝে কিছুটা হলেও সংসয় রয়েছে। নাম প্রকাশ না করার সর্তে একাধিক ইউপি সদস্য জানান ভোটে কারচুপি না হলে জয়নাল আবেদিন আবারও চেয়ারম্যান নির্বাচিত হবে।

Post a Comment

0 Comments