রাশেদুজ্জামান সুমন জলঢাকা নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় "আমাদের ভাষা গণমানুষের " এই স্লোগান নিয়ে মানবকন্ঠ পত্রিকার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় জলঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যলয়ে মানবকন্ঠের আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, ওসি তদন্ত আব্দুর রহিম, মানবকন্ঠের নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম,জলঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি মৃত্যুঞ্জয় রায়,জলঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবার রহমান মনি।এ সময় প্রধান অতিথি আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন বহুল প্রচারিত দৈনিক মানবকন্ঠ পত্রিকায় ১১ তম বছরে পদার্পণ করায় পত্রিকার সংশ্লিষ্ট সকলের সফলতা কামনা করছি। আগামীতে মানবকন্ঠ পত্রিকা সত্য প্রকাশে সাহসী যোদ্ধা হয়ে উঠুক- আজকের দিনে এ কামনাই করছি।অনুষ্ঠানে সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি লেবু, দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান স্টালিন, দৈনিক খোলা কাগক জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, এশিয়ান টেলিভিশন উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম, দৈনিক খোলা কাগজ উপজেলা প্রতিনিধি আবেদ আলী, জলঢাকা নিউজ এর সম্পাদক বজলুর রশিদ,দৈনিক মানব জমিন উপজেলা প্রতিনিধি সারোয়ার বাদশা,দৈনিক একুশের বানী স্টাফ রিপোর্টার মশিয়ার রহমান, দৈনিক খবরপত্র উপজেলা প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ, দৈনিক দাবানল বিশেষ প্রতিনিধি নাছিমুজ্জামান নাদির,দৈনিক ভোরের দর্পন উপজেলা প্রতিনিধি হাসানুজ্জামান হাসান, সহ রিপোটার্স ইউনিটি,র সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিটুল চৌধুরী।
0 Comments