বিজ্ঞাপন দিন

জলঢাকায় কমিউনিটি পুলিশিং ডে' উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ'কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র' এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় কমিউনিটি পুলিশিং ডে - ২০২২ উপলক্ষে মাদক, জুয়া, সন্ত্রাস, চুরি, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধীর‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকালে একটি র‍্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা কমিউনিটি পুলিশিং এর প্রধান সমন্বয়ক ও থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, নবগঠিত কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল রহিম, ট্রাফিক পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান হামিদুল হক, থানা এসআই  উজ্জল সরকার, পৌর কাউন্সিলর মতলবুর রহমান, কমিউনিটি পুলিশিং  গোলমুন্ডা শাখার সাধারণ সম্পাদক রেজওয়ানুল বারী রুবেল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আজম সরকার ও থানা মসজিদের খতিব হাফেজ মাওলানা নুরুল্ল্যাহ প্রমুখ। সভায় এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments