বিজ্ঞাপন দিন

জলঢাকায় উম্মুক্ত পাঠাগার নির্মাণ কাজের উদ্বোধন



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃনীলফামারীর জলঢাকায় উম্মুক্ত পাঠাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদে প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে এই উম্মুক্ত পাঠাগার স্থাপনে জায়গা নির্ধারণ করে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।এসময় ইউএনও বলেন, উপজেলা পরিষদে আগত ব্যক্তিদের অলসভাবে বসে না থেকে বা মোবাইলে সময় ব্যয় না করে যাতে জ্ঞানার্জনের মধ্যদিয়ে সময় ব্যয় করতে পারে সেজন্যই এই উন্মুক্ত লাইব্রেরি তৈরির উদ্যোগ নেওয়া হয়।কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডঃ রেজওয়ানুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক ও মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায় সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা এবং শিক্ষা প্রতিস্ঠানের প্রধান গন উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments