বিজ্ঞাপন দিন

জলঢাকায় কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনু্ষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ "পুলিশিই জনতা ,জনতাই পুলিশ" এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর ২০২২) বিকেলে উপজেলার কাঁঠালি ইউনিয়নের ১নং ওয়ার্ড রঙ্গের বাজার স্কুল মাঠে মাদক, জুয়া, সন্ত্রাস, চুরি, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির। এসময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমাজের সচেতন মানুষদের সহযোগীতা কামনা করে বলেন, পুলিশ জনতার অংশীদারিত্বের ভিত্তিতে এলাকার ছোটখাটো অপরাধগুলো নির্মুলের মাধ্যমে আমরা সকলে মিলে এক হয়ে দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই। ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন এর সভাপতিত্বে অনু্ষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জলঢাকা থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রহিম, প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক আবেদ আলী, ইউপি সদস্য নন্দ লাল রায়, আলমগীর হোসেন, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর হাবিবুর রহমান ও মকবুল হোসেন প্রমুখ।

Post a Comment

0 Comments