ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় গলায় ফাঁস অবস্থায় আবু সাঈদ (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থীর বাড়ি থেকে লাশ উদ্ধার করেন মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আবু সাঈদ উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের লক্ষিমারাই এলাকার শফিউল্লাহ শফির ছেলে। সে চলমান এসএসসি পরিক্ষার্থী। মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়,আনুমানিক গত রোববার শফিউল্লাহ শফির নতুন নির্মাণাধীন বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আবু সাঈদের লাশ দেখতে পেয়ে তার পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই সাজু বলেন,‘‘আত্মহত্যা নাকি হত্যা তা এখনও বলা যাচ্ছে না,ময়না তদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
0 Comments