জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে মাদরাসা হলরুমে অধ্যক্ষ মাওলানা হেমায়েত আলম নবেলের সভাপতিত্বে হামদ, নাত, ক্বিরাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, মর্তুজা ইসলাম, হারুন-অর-রশীদ, তশরিফা বেগম, কালিদাস রায়, শিক্ষক আনসারুল হক, সেলিনা বেগম, আব্দুর রাজ্জাক, কছির উদ্দিন ও ক্বারি আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সিদ্দিক ফারুকী। এতে বিজয়ী ৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষে ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর মঙ্গল কামনা করেও দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার প্রভাষক মাওলানা ছাইদুল ইসলাম। কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা এসব কর্মসুচি পালন করে।
0 Comments