বিজ্ঞাপন দিন

জলঢাকায় পল্লীর নারীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিচ্ছে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় পল্লীর অসহায় দুস্থ পাঁচশত নারীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছে এ অঞ্চলের স্বেচ্ছসেবী প্রতিষ্ঠান ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন। গত বুধ ও বৃহস্পতিবার (১৬-১৭ নভেম্বর ২০২২) দুই দিনব্যাপী উপজেলার কৈমারী খামার কাছারি এবং বালাগ্রাম ৫ নং ওয়ার্ড মাইজালী বানিয়া পাড়ায় সকাল ১০ টা হতে বিকেল ৫টা পর্যন্ত ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের আয়োজনে এ নারী স্বাস্থ্য সেবা ক্যাম্প অনু্ষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সেবা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। এসময় তিনি বলেন, এ অঞ্চলের অবহেলিত মানুষেরা যেন সুস্থ্য থাকেন সেজন্য আমার ফাউন্ডেশনের মাধ্যমে তাদের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বছরব্যাপী এ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করে বিপুল চন্দ্র রায় ও সৌদা রানী জানায়, যে চিকিৎসা নিতে আমাদের কে রংপুর যেতে হতো, সেটা বাড়িতে বসে বিনামূল্যে পাওয়াটা আমাদের ভাগ্যের ব্যাপার বলে আমরা মনে করি। এসময় ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক, প্রধান শিক্ষক রমানাথ রায়, ইউপি সদস্য শ্যামল চন্দ্র রায়, ফাউন্ডেশন কর্মী শুকুমার রায়, আলিমুদ্দিন হক ময়না, বসনু রায়, সুজিৎ রায়, এমএ হান্নান টিটু, কমল রায়, উত্তম রাম সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সেবা ক্যাম্পে এমবিবিএস প্রসূতি ও স্ত্রী রোগে অভিজ্ঞ ডাঃ মনিরা আক্তার জেমি ও এ স্বাস্থ্য চিকিৎসা প্রদান করেন।

Post a Comment

0 Comments