বিজ্ঞাপন দিন

জলঢাকা বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ থানা নির্বাচিত



রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃআইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় মাসিক পর্যালোচনা সভায় রংপুর রেঞ্জ,বাংলাদেশ পুলিশ অক্টোবর’২০২২ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে বিভাগীয় ও জেলা পর্যায়ে নীলফামারী জেলার শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক পেয়েছেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির। রোববার (২০ নভেম্বর) নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)। মাসিক কল্যান সভা শেষে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান তার (ওসি ফিরোজ কবির) হাতে স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আমিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম,অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) এ.কে.এম এনামুল হক,সহকারী পুলিশ সুপার (ডোমার-সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ,নীলফামারী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিউর রহমান সহ জেলা পুলিশ ও নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। অক্টোবর মাসে সর্বাধিক মাদকদ্রব্য উদ্ধার,আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার,পুলিশের সর্বাধিক বিষয়ে দ্রুত সেবা প্রদান সহ প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য রংপুর বিভাগ ও নীলফামারীর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন জলঢাকা থানা ওসি ফিরোজ কবির। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক পান তিনি। এছাড়া মাসিক কল্যান সভা শেষে বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রাপ্তরা অন্যরা হলেন শ্রেষ্ঠ সার্জেন্ট সৈয়দপুর ট্রাফিক মোঃ আশরাফ কুরাইসী,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জলঢাকা থানার এসআই(নিঃ) নুরুল হক সরকার, শ্রেষ্ঠ এসআই জলঢাকা থানার এসআই(নিঃ) মোঃ রহমান খাঁন পাঠান,শ্রেষ্ঠ এএসআই জলঢাকা থানার এএসআই(নিঃ) মোঃ মাইদুল ইসলাম,শ্রেষ্ঠ বিট অফিসার নীলফামারী সদর থানার এসআই(নিঃ) মোঃ সাদ্দাম হোসেন প্রমূখ। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর রেঞ্জ ডিআইজির কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর সভাপতিত্বে অক্টোবর'২২ মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রংপুর রেঞ্জে অক্টোবর'২২ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয় রংপুর রেঞ্জের নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান। শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ (বিপিএম)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) এ এফ এম আনজুমান কালাম,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মিজানুর রহমান পিপিএম (বার),অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) এস এম রশিদুল হক (পিপিএম) সহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার বৃন্দ প্রমূখ।


Post a Comment

0 Comments