বিজ্ঞাপন দিন

জলঢাকায় শেখ রাসেল শিক্ষা বৃত্তি পেল ৪র্থ শ্রেণির ছাত্র/ছাত্রী



জল ডেস্ক : প্রতিবারের ন্যায় এবারও শতফুল ফুটতে দাও সংস্থা কর্তৃক শেখ রাসেল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। জলঢাকা সরকারি কলেজ মোড়ে অবস্থিত অক্সফোর্ড পাবলিক স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র/ছাত্রীদের মধ্যে ১০০০/- (একহাজর) টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ মোঃ আব্দুল গফ্ফর  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ” আজ যারা এখানে শেখ রাসেল শিক্ষা বৃত্তি পেয়েছে তারা সবাই একদিন অনেক বড় দাতা হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে।” এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল গফ্ফর (বীর মুক্তিযোদ্ধা) ও শিক্ষাবিদ এবং সভাপতি, শতফুল ফুটতে দাও সংস্থা । আরো উপস্থিত ছিলেন শতফুলের মোঃ জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম ও সাংবাদিকবৃন্দ।

Post a Comment

0 Comments