বিপিএম জয় কিশোরগঞ্জ,নীলফামারী ঃ নীলফামারীর কিশোরগঞ্জে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম ভিত্তি প্রস্থর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথির বক্তব্যে বলেছেন দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে নির্মান করা হবে ১৮৬ টি শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম।
এছাড়াও প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মানের পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলাখুলাকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের ক্রীড়া-বান্ধব জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন প্রাইমারী ও আন্তঃ স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট হয়েছে, এবার বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করার পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। প্রত্যেকটা স্তরে যদি খোধুলা হয়,যাতে করে যুবসমাজ মাদকে আসক্ত না হয়, সে দিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে যুব সমাজকে ট্রেনিং দিয়ে যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এ দেশের যে পরিস্থিতি ছিল তা তিনি পরিবর্তন করেছেন। আজকে কোভিট পরিস্থিতির মধ্যেও বিশ্ব যেখানে থমকে গিয়েছিল সেখান থেকে আমরা বাংলাদেশকে অনেক উচ্চতায় আসতে সক্ষম হয়েছি। কিন্তু বর্তমানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারনে শুধু বাংলাদেশ শুধু নয় ইউরোপ আমেরিকাতেও দ্রব্যমুল্যে থেকে সবকিছু আকাশচুম্বি হয়ে গেছে । তাঁরপরও কিন্তু প্রধানমন্ত্রী জনগনের কথা বিবেচনা করে অনেক ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ভুতুর্কি দিচ্ছে। আপনাদের যাতে কষ্ট না হয় সে জন্য তিনি কাজ করে যাচ্ছেন
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রসাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আহসান আদেলুর আদেল,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হক রাসেল, সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মাদ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল প্রমূখ।
উল্লেখ্য যে, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় উপজেলা পর্যায়ে ৪,৬৯,১৭,৫৫৯.৬৫১ টাকা ব্যয়ে ৩০০ফিট গ্যালারী,মাঠে মাটি ভরাট ও দ্বিতল ভবন নির্মিত হবে।
0 Comments