আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডঃ মমতাজুল হক কে গণসংবর্ধনা দিয়েছে জলঢাকা উপজেলা পরিষদ ও পৌরসভা এবং চেয়ারম্যান এসোসিয়েশন। এ উপলক্ষে দেশবরেণ্য শিল্পীদের মেগা কনসার্ট অনু্ষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধায় জলঢাকার শেখ রাসেল মিনি স্টুডিয়াম মাঠে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী- ২ আসনের সংসদ সদস্য ও সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর
বর্তমান সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, জেলা পরিষদ নির্বাচনের আগে আমি আপনাদের যে উন্নয়ন প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবয়ন করা হবে।
বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কোনও বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেই। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর এর সভাপতিত্বে অনু্ষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র দেওয়ান কামাল আহমেদ, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ, মনোয়ারা বেগম ও
ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন প্রমুখ। পরে দেশবরেণ্য শিল্পী আখি আলমগীর, লায়লা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস সহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্যনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে।
0 Comments