আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
উৎসবমুখর পরিবেশে নীলফামারী জেলা হোটেল রেস্তরা শ্রমিক ইউনিয়ন
(রেজিঃ নং ৩০২১) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে অনু্ষ্ঠিত এ নির্বাচনে অপিয়ার রহমান সভাপতি ও জিয়াউর রহমান জিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ৮ টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জলঢাকার পুরাতন গরুহাটি সংলগ্ন কার্যালয়ে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
অনু্ষ্ঠিত এ নির্বাচনে ১৭ টি পদের মধ্যে ১০ টিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিিত হয়েছে এবং বাকি ৭টি পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। ৪শত ৩০জন ভোটারের ভোট প্রয়োগে অন্যান্যদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ সভাপতি পদে রশিদুল ইসলাম রইস্যা, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন ছামি ও কোষাধ্যক্ষ কাদের হোসেন কাবিলা প্রমুখ। মশিউর রহমান হিট্টু ও নুরল ইসলাম সহ ৫জন এ ভোটগ্রহণের দায়িত্ব পালন করেন। এছাড়াও বাহিরে পুলিশ এবং আনছার বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল।
0 Comments