বিজ্ঞাপন দিন

জলঢাকায় শীতার্ত মানুষের মাঝে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ শীতের প্রকোপ বেড়েই চলছে উত্তুরের জেলা নীলফামারী সহ আশপাশের এলাকাগুলোতে। ঘন কুয়াশা আর বাতাসের কারণে সন্ধারপর থেকে ভোর পর্যন্ত থাকে এ শীতের দাপট। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন ছিন্নমূল সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এ অঞ্চলের এসব শীতার্ত অসহায় দুস্থ মানুষদের শীত নিবারণে জন্য ২য় পর্যায়ে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন। শুক্র ও শনিবার (২-৩ ডিসেম্বর) ২দিন ব্যাপী জলঢাকা উপজেলার শৌলমারী ও কৈমারী ইউনিয়নের খমার কাচারি স্কুল মাঠে দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। প্রতি বছরের ন্যায় এবারো শীতে ২য় পর্যায়ে তার নিজস্ব অর্থায়নে উপজেলাটিতে প্রায় তিনশতাধিক অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতারণ করা হয়। এর আগে শীতের শুরুতে ছয়শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এসময় কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক ফাউন্ডেশনটির প্রধান সমন্বয়ক এনামুল হক, প্রধান শিক্ষক রমানাথ রায়, ফাউন্ডেশন কর্মী শুকুমার রায়, আলিমুদ্দিন হক ময়না, বসনু রায়, সুজিৎ রায়, এমএ হান্নান টিটু ও বিপুল রায় সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments