বিজ্ঞাপন দিন

মুক্তিযোদ্ধা যাদুঘর থেকে সম্মাননা পুরস্কার পেলেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গফ্ফার



রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃমহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় সম্মাননা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা,শিক্ষাবীদ অধ্যাপক আব্দুল গফ্ফার। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে "মুক্তিযোদ্ধা যাদুঘর" থেকে এই সম্মাননা তুলে দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি। শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর যাদুঘর ভবনে এ উপলক্ষে আলোচনা সভা শেষে রচনা ও কুইজ বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান করা হয়েছে।শিক্ষাবিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার মুক্তিযুদ্ধে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মময় জীবনে তিনি জলঢাকা সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ জলঢাকা উপজেলা শাখার সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তিনি। সম্মাননা পুরস্কার পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

Post a Comment

0 Comments