ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার জিন্নাতুল ইসলাম নাবাগত এসিল্যান্ড হিসাবে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের নিকট হতে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে তিনি গত বুধবার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার তাঁকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানায়। পরে নবাগত এসিল্যান্ডকে নিজ কর্মস্থল উপজেলা ভূমি কার্যালয়ের সব কর্মচারীর সঙ্গে পরিচয় হয়ে প্রথম অফিস করেন। ৩৭ তম বিসিএস ক্যাডার উত্তীর্ণ করে জলঢাকার নবাগত সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম প্রথমে ম্যাজিস্ট্রেট হিসাবে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পদোন্নতি পেয়ে তিনি জলঢাকা ভূমি কার্যালয়ের ১৫ মাসের এসিল্যান্ডের শূন্যস্থান পূরণ করলেন।
0 Comments