বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৪ জন জয়িতাকে সন্মাননা প্রদান



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায়  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। এসময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪ জন জয়িতাকে সন্মাননা স্মারক ও ক্রেষ্ট দেওয়া হয়। এ উপলক্ষে   শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন, মেয়র ইলিয়াস হোসেন বাবলু, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম,  উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রায় ও যুব উন্নয়ন কর্মকর্তা প্রকাশ রায় প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন খোরশেদ আলম। অনুষ্ঠানে ৪ জন জয়িতাকে সংবর্ধনা ও সন্মাননা প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে  উপজেলা প্রশাসন এই কর্মসুচি পালন করে।

Post a Comment

0 Comments