বিজ্ঞাপন দিন

ডিমলায় কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের শেখ রাসেল মিনি স্টেডিয়াম। মাঠের খেলায় খগাখড়ি বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ৫৬ --- ৩৬ পয়েন্টে নুর বিদ্যা নিকেতনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, ডিমলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা আরিফ সাদাত আরমান, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ ও অধ্যক্ষ বেলাল হোসেন। টুর্নামেন্টের সার্বিক তত্বাবধান করেন জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। ডিমলা স্পোর্টস একাডেমির সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠান ৪টি হলো আদাবাড়ী স্কুল এন্ড কলেজ, ইনিস্টিউট অফ টুনির হাট,খগাখড়ি বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও নূর বিদ্যা নিকেতন।

Post a Comment

0 Comments