বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৬ষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবস শীর্ষক সেমিনার



মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃ "আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ৬ষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মহিউদ্দিন, প্রোগ্রামার রবিউল ইসলাম, প্রধান শিক্ষক আমিনুর রহমান ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা ওবায়দুল্লাহ। এসময় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেটে সেবা চালু করা হয়েছে। সকল ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে বাংলাদেশ। তাই বর্তমান সরকারের বড় অর্জন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই কর্মসুচি পালন করে।

Post a Comment

0 Comments