রহস্য -
মোঃ বজলুর রশীদ
স্বপ্নগুলো মুহূর্তের
জন্য থেমে গেল,
এরপর তোমাকে স্বপ্নের
মধ্যে খুঁজে বেড়াই !
দুই মুহূর্তের জন্য স্বপ্নগুলো
ছিল হৃদয়ের গল্প,
তুমি ছিলে উজ্জ্বল
রশ্মির মত !
তোমার হাসি ছিল
মোনালিসার মত রহস্যময়,
তুমি ছিলে সুখের
সাদা মেঘ।
তুমি ছিলে সুবাসিত
ফুলের অন্তর্ভুক্ত,
তুমি ছিলে সুগন্ধ
বাতাসের ন্যায় ।
তুমি ছিলে এক
রহস্যময় রশ্মি,
তুমি ছিলে আলোর
মত উজ্জ্বল ।
তুমি ছিলে মিষ্টি গানের
প্রতিধ্বনির মত,
তুমি ছিলে মহাবিশ্বের
রহস্যময় সৃষ্টি।
তোমার দুচোখে
জাদু ছিল ,
যে জাদুতে আমি
সম্মোহিত ছিলাম ।
স্বপ্ন মুহূর্তের মধ্যে
থেমে গেল,
তোমাকে এখনো স্বপ্নে
খুঁজে বেড়াই ।
0 Comments