মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বুড়িতিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ ব্যক্তিকে ৭ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম। এসময় বালু বহন কাজে ব্যবহৃত দুটি বালু ভর্তি ট্রলি জব্দ করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সাইফুল ইসলাম (৩০), আতাউর রহমান (৩০), রফিকুল ইসলাম (৫৫), আনারুল (২৫), মিলন (২০), মাহবুবার রহমান (৩৫) ও ট্রলির মালিক জাহাঙ্গীর আলম (৪৫)। আটককৃতদের সকলের বাড়ী উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে। স্থানীয়রা জানায়, উপজেলার গোলমুন্ডা ঘাটেরপাড় এলাকায় ব্রীজের নিচ বুড়িতিস্তা নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম জানান, আটককৃতদের ভ্রাম্যমান আদালতে বালু ও মাটি ব্যবস্থা আইনে তাদের প্রত্যেককে সাজা দেয়া হয়েছে। আটককৃত ট্রলি দুটির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
0 Comments