মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকা উপজেলায় জাতীয় পাটির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সংসদ সদস্য মেজর (অব) রানা মোহাম্মদ সোহেলের নেতৃত্বে এই শোভাযাত্রা দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় ১১ টি ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার নেতাকর্মীর মিছিলে পৌরশহর মিছিলের নগরীতে পরিনত হয়। উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা জাতীয় পাটির সভাপতি মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা রোকোনুজ্জামান খোকন, রেজাউল হক বাবু, পৌর জাতীয় পাটির সভাপতি আনিসুর রহমান যাদু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, জাপা নেতা আব্দুলা হেল বাকী, তোফায়েলুর রহমান পায়েল, মিজানুর রহমান মিজান,তহমিদার রহমান মিলন, যুবসংহতির আহবায়ক বাবলুর রহমান, পৌর যুবসংহতির আহবায়ক জাকির হোসেন হাসু, ছাত্র সমাজের সভাপতি রায়হান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি দবির হুদা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মিরগঞ্জ ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক তাহমিদুর রহমান মিলনসহ জাপার অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। এসময় এমপি মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল তার বক্তব্যে বলেন আগামীতে একক ভাবে নির্বাচন করতে হলে জাতীয় পাটিকে শক্তিশালী করতে হবে। যখন যে কর্মসূচি আসবে তা পালন করতে হবে। জাতীয় পাটি ছাড়া সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। তাই সব ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। জি এম কাদেরের হাতকে শক্তিশালী করতে হবে। পথসভা শেষে দলীয় কার্যলয়ে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
0 Comments