বিজ্ঞাপন দিন

জলঢাকায় রিপোর্টাস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকা উপজেলায় রিপোর্টাস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও গুনী শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮শে জানুয়ারী) সন্ধায় উপজেলা রোডের রুপটপ ফুড গার্ডেনে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন  থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক  শহীদ হোসেন রুবেল, অর্নিবান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, উপজেলা স্কাউট সম্পাদক ও বাংলাদেশ বেতারের সাংবাদিক মর্তুজা ইসলাম,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক লাভলুর রশিদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক, উপজেলা মৎস্য জীবিলীগের আহবায়ক কুলো চন্দ্র রায়, সদস্য সচিব মুরাদ হাসান, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল কবির মুকুল,  জলঢাকা নিউজ এর সম্পাদক বজলুর রশিদ, জলঢাকা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবেদ আলী, হাসান সিদ্দিক, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডলার ও সাধারণ সম্পাদক সুমন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ম্যাজিক বাউলিয়ানার শরীফা ববি, বাংলার গায়েন এর চঞ্চল রায়, আপডেট টিভির নিয়মিত শিল্পী লিপি আক্তার লিনা, উত্তর বঙ্গের জনপ্রিয় ফেসবুক ক্রিয়েটর তালেব ভাইজান'কে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে ২ বছরের জন্য জলঢাকা রিপোর্টার্স ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। শেষে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করেন।

Post a Comment

0 Comments