আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বছরের প্রথমদিন জাতীয় পাটির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১লা জানুয়ারি) দুপুরে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ের সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নীলফামারী- ৩ জলঢাকা আসনের সংসদ সদস্য ও উপজেলা জাতীয় পাটির সভাপতি মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। তিনি আগামীতে এককভাবে নির্বাচনী প্রস্তুতির জন্য দলের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার আহবান জানান। উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু'র সভাপতিত্বে অনু্ষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা রোকোনুজ্জামান খোকন, রেজাউল হক বাবু, পৌর জাতীয় পাটির সভাপতি আনিসুর রহমান যাদু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, জাপা নেতা আব্দুলা হেল বাকী, তোফায়েলুর রহমান পায়েল, মিজানুর রহমান মিজান, তহমিদার রহমান মিলন, যুবসংহতির আহবায়ক বাবলুর রহমান, পৌর যুবসংহতির আহবায়ক জাকির হোসেন হাসু, ছাত্র সমাজের সভাপতি রায়হান প্রমূখ। পরে বিকেলে দলীয় কার্যালয়ে কেক কাটার আয়োজন করা হয়।
0 Comments