বিজ্ঞাপন দিন

জলঢাকায় এ্যাডভোকেসি ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃনীলফামারী জলঢাকা উপজেলায় ২৭ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ‍্যাডভোকেসি ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এইচ এম রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, ডাঃ মামুন মিয়া ও চিকিৎসা প্রযুক্তিবিদ রাশেদুল ইসলাম প্রমুখ। এসময় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কবীর জানান, আগামী ৭ থেকে ১২ জানুয়ারি জাতীয় কৃমি সপ্তাহ পালিত হবে। এতে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে মোট ১ লাখ ৫ হাজার শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার এবং  মাধ্যমিক বিদ্যালয়ে ৪০ হাজার। স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সভার আয়োজন করে।##

Post a Comment

0 Comments