মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় নতুন কারিকুলাম বিস্তরন শীর্ষক স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৫ দিনব্যাপী ""শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মাফরুহা বেগম, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি ও অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, প্রধান শিক্ষক বেলাল হোসেন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ। শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান, ১ম পর্যায়ের প্রশিক্ষণে উপজেলার দুইটি ভেন্যুতে ১০ টি বিষয়ে ৫ শত ৭০ জন শিক্ষক অংশগ্রহণ করছে। এতে গনিত, বিজ্ঞান, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি, ইংরেজি, জীবন ও জীবিকা, বাংলা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ২৮ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করছেন। ৬ ও ৭ জানুয়ারি এবং ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত প্রশিক্ষণ চলবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই প্রশিক্ষণের আয়োজন করছে।###
0 Comments