বিজ্ঞাপন দিন

জলঢাকায় সরস্বতীপূজা উপলক্ষে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত।

 

মোঃ শাহজাহান কবির লেলিন, নিলফামারী(জলঢাকা),প্রতিনিধি। নীলফামারী জলঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পুজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও পালিত হয়েছে ১৬ প্রহর ব্যাপী ২দিনের মহানাম যজ্ঞানুষ্ঠান। পৌরসভার চেরেঙ্গা ডাকুরডাংঙ্গা শনি ও রবিবার শেষদিনে শ্রী সাগর বাবুর মাঠে অনুষ্ঠিত প্রথমদিনে শুভ উদ্বোধন করেন পৌর প্যানেল মেয়র রনজিৎ কুমার রায়।রবিবার শ্রীযুক্ত বাবু কমল চন্দ্র রায়ের সভাপতিত্বে সন্ধ্যায় ‘হরে কৃষ্ণ -হরে রাম,হরে হরে-হরে রাম,’এই জব বা ধ্যানে আগত ভক্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী ৩ আসনের এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ), বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, প্যানেল মেয়রের সহধর্মিণী শ্রী মতি মনিষা রানী রায়,৭নং কাউন্সিলর সামসুন্নাহার দুলালী, এ সময় বক্তব্য রাখেন শ্রী যুক্ত বাবু ধনঞ্জয় রায়, জীবন চন্দ্র রায়, ৭ নং ওয়ার্ড জাপার সভাপতি জিয়ারুল ইসলাম ঝ্যাল্লাহ্ প্রমুখ। অনুষ্ঠানটির উদ্বোধক ও প্রধান সমন্বয়ক রনজিৎ রায় জানন,এ অনুষ্ঠান প্রতিবারের মতো এবারেও অনুষ্ঠিত হয়েছে।প্রথম ও শেষ দিনে ভক্তদের ব্যাপক উপস্হিতি ঘটেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য এ পর্যন্ত ১০০ বস্তা চালের প্রসাদ খাওয়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যাবস্হা ছিল অনুষ্ঠানে।

Post a Comment

0 Comments