বিজ্ঞাপন দিন

রংপুরে সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শনে ডিএইর অতিরিক্ত পরিচালক রেজাউল করিম

বিধান চন্দ্র রায়, রংপুর তাজহাট কৃষি ইন্সটিটিউট থেকেঃ সারাদেশের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা রংপুরের কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট ক্যাম্পাসে বৃহস্পতিবার (২৬শে জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। এসময় সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করতে আসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ঢাকার সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক মোঃ রেজাউল করিম। পূজা মন্ডপ পরিদর্শনকালে ডিএইর অতিরিক্ত পরিচালক বলেন-অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে এ দেশের মানুষ সব ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।সাম্প্রাদায়িক ঐক্যের কারনে বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসনীয়।হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সুন্দর ভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করতে পারেন এজন্য সকলে মিলে সার্বিক সহযোগিতা করার কথা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন,ডিএইর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহ-আলম,রংপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃআফতাব হোসেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল,উপাধ্যক্ষ মোঃ শামসুদ্দিন মিঞা,মূখ্য প্রশিক্ষক মোঃ মাসুদুর রহমান সরকার,ষষ্ঠি চন্দ্র রায়,অশোক কুমার রায়,মোঃ এনামূল হক,অতিরিক্ত (সংযুক্ত) কৃষি অফিসার মল্লিকা রানী রায়,প্রশিক্ষক শরীফা জান্নাত'সহ অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পরে তারা অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

Post a Comment

0 Comments