বিজ্ঞাপন দিন

জলঢাকায় শ্রমিকদের মাঝে ব্যারিস্টার তুরিন আফরোজ এর সৌজন্যে শীতবস্ত্র বিতরণ

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় হঠাৎ করে আবারো বাড়তে শুরু হয়েছে শীতের দাপট। তাই এ অঞ্চলের শীতার্তদের শীত নিবারণে ৫ম দফায় সেবামুলক প্রতিষ্ঠান ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সৌজন্যে বিভিন্ন শ্রমিক সংগঠন ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর মাঝে "অপরাজেয় বাংলা" এর পক্ষ থেকে উপহার স্বরুপ শীতবস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন আমার সাধ্যানুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আছি এবং থাকবো। চাওয়ার কিছু নেই। শুধু মনের ভিতরে একটু জায়গা দিয়ে দোয়া করবেন। বুধবার (০১ ফেব্রুয়ারি) সকাল হতে সন্ধা পর্যন্ত হোটেল এন্ড রেস্তরা, রিক্সা, স-মিল, কাট মিস্ত্রি, হকার, ডেকরেটর বিদ্যুৎ ও নির্মাণ শ্রমিক সহ খেটেখাওয়া নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক সহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments